Education in Netherlands with Scholarship

Education in Netherlands – This country is also known as Holland. There are twelve provinces in this country. This country offers an opportunity to the foreign students for higher education at no cost. This issue is written in Bengali for the better understanding of the visitors.

Education in Netherlands

নেদারল্যান্ডস পড়াশোনা করার জন্য অনেক শিক্ষার্থীর অন্যতম পছন্দের দেশ। দেশটি ইউরোপের প্রায় সবগুলো দেশের রাজধানীর সঙ্গে সংযুক্ত। জার্মানি ও বেলজিয়ামের নিকটতম প্রতিবেশী দেশ নেদারল্যান্ডস। দেশটিতে পড়তে যাওয়া শিক্ষার্থীরা প্রতিবেশী দেশগুলোতেও কাজের সুযোগ পেয়ে থাকেন।

নেদারল্যান্ডস বিদেশি শিক্ষার্থীদের জন্য বিনা মূল্যে স্নাতকোত্তর এবং বিভিন্ন কোর্সে পড়াশোনার সুযোগ দিচ্ছে। ‘অরেঞ্জ নলেজ প্রোগ্রাম-ওকেপি’ নামের এক স্কলারশিপের আওতায় বিদেশি শিক্ষার্থীরা দেশটির শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোতে বিনা খরচে পড়ার সুযোগ পাবেন। এ স্কলারশিপে নানা কোর্সে ভর্তির জন্য অফার করা হয় শিক্ষার্থীদের। বাংলাদেশি শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন এ বৃত্তির জন্য। শিক্ষার্থীরা ইন্টেগ্রেটেড ফুড অ্যান্ড নিউট্রিশন সিকিউরিটি, ইন্টেগ্রেটেড ওয়াটার রিসোর্সেস ম্যানেজমেন্ট, ডেল্টা ম্যানেজমেন্ট এবং সেক্সুয়াল অ্যান্ড রিপ্রোডাক্টিভ হেলথ অ্যান্ড রাইটস বিষয়ে পড়াশোনা করতে পারবেন।

নেদারল্যান্ডসে পররাষ্ট্র মন্ত্রণালয় এ বৃত্তিতে অর্থায়ন করে। এ বৃত্তিতে সংক্ষিপ্ত কোর্সে মনোনয়ন পেলে ২ সপ্তাহ থেকে শুরু কবে ১২ মাস পর্যন্ত বৃত্তি মিলবে। আর মাস্টার্স প্রোগ্রামে বৃত্তি পেলে ১ থেকে ২ বছর পর্যন্ত বৃত্তি মিলবে। ‘অরেঞ্জ নলেজ প্রোগ্রামের আওতায় শিক্ষার্থীদের পড়াশোনার সম্পূর্ণ খরচ বহন করবে দেশটি। টিউশন ফি ছাড়াও বিমান খরচ, মাসিক উপবৃত্তি ও স্বাস্থ্যবীমাসহ নানান ধরনের সুযোগ-সুবিধা মেলে এ বৃত্তি পেলে।

Education in Netherlands

আবেদনের যোগ্যতাগুলো

*ওকেপি নির্ধারিত দেশের নাগরিক হতে হবে
*প্রাপ্ত ডিগ্রিগুলোর একাডেমিক ফলাফল ভালো হতে হবে
*সহ-শিক্ষামূলক কার্যক্রমে অংশগ্রহণ থাকতে হবে
*ইংরেজি অথবা ফরাসি ভাষায় দক্ষ হতে হবে।

প্রয়োজনীয় কাগজপত্র

*আবেদনকারীর পাসপোর্ট
*একাডেমিক পেপারস
*দুইটি রেফারেন্স লেটার
*পার্সোনাল স্টেটমেন্ট
*ইংরেজি দক্ষতা সনদ
*জীবন বৃত্তান্ত
*রিসার্চ প্রপোজাল (যদি থাকে)।

Education in Netherlands

আবেদন প্রক্রিয়া

আবেদনকারীকে প্রথমেই একটি কোর্স নির্বাচন করতে হবে। এরপর পছন্দের বিষয়টি যে বিশ্ববিদ্যালয়টি অফার করছে, সেই শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করে এই স্কলারশিপের জন্য আবেদন করতে হবে। আবেদনকারীকে অনলাইনে আবেদন করতে হবে।

নেদারল্যান্ডসে পড়তে যাওয়ার ৫ কারণ

১। ইংরেজির ব্যাপক প্রচলন

নেদারল্যান্ডসের বিশ্ববিদ্যালয়গুলোতে ইউরোপের মধ্যে সবচেয়ে বেশি ইংরেজি শেখানোর প্রোগ্রাম রয়েছে। এ দেশের জনসংখ্যার প্রায় ৯৫ শতাংশ ইংরেজিভাষী, যা আন্তর্জাতিক শিক্ষার্থীদের দৈনন্দিন জীবনে যোগাযোগ করা সহজ করে তোলে। ডাচ বিশ্ববিদ্যালয়গুলোতে প্রায় দুই হাজারের মতো প্রোগ্রাম সম্পূর্ণ ইংরেজিতে শেখানো হয়।

২। ক্রমবর্ধমান অর্থনীতির দেশ

নেদারল্যান্ডস বিশ্বের ১৮তম বৃহত্তম অর্থনীতির দেশ। ফিলিপস, হেইনকেন, কেএলএম, শেল, আইএনজি, ইউনিলিভারসহ বিশ্বের বেশ কিছু বড় বড় বহুজাতিক প্রতিষ্ঠান নেদারল্যান্ডসের। কৃষি, পানি ব্যবস্থাপনা, শিল্প, সরবরাহ ব্যবস্থপনা, টেকসই শক্তিসহ অনেক ক্ষেত্রে নেদারল্যান্ডস বিশ্বসেরা।

৩. সহজে মেলে বসবাসের অনুমতি

নেদারল্যান্ডসের উচ্চশিক্ষার মান বিশ্বস্বীকৃত। টিউশন ফি এবং জীবনযাত্রার খরচ ইংরেজিভাষী অন্যান্য দেশের তুলনায় যথেষ্ট কম। ডাচ সরকার চাকরি খোঁজার জন্য বা স্নাতক হওয়ার তিন বছরের মধ্যে ব্যবসা শুরু করার জন্য এক বছর থাকার সুযোগ দেয়।

৪। কোর্স বেছে নেওয়ার স্বাধীনতা

ডাচ বিশ্ববিদ্যালয়গুলোতে কলা, মানবিক, বিজ্ঞান এবং সামাজিক বিজ্ঞানে স্নাতকের সুযোগ রয়েছে। আন্তবিভাগীয় পাঠ্যক্রমের মধ্যে থেকে ইচ্ছামতো কোর্স বেছে নেওয়ার সুযোগ পান শিক্ষার্থীরা। এর মানে অন্য দেশের তুলনায় এ দেশের বিষয় পছন্দ বেঁধে দেওয়া নয়, অনেকটাই স্বাধীন।

৫। বিশ্ববিদ্যালয়ে ভর্তির মানদণ্ড

বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোকে তাদের ভর্তির নিজস্ব মানদণ্ড নির্ধারণ করার অনুমতি দেওয়া আছে। তারা একটি ন্যূনতম জিপিএ, ডকুমেন্টস এবং সুপারিশপত্র চাইতে পারে বা একটি সাক্ষাৎকারের জন্য আবেদনকারীদের আহ্বান জানাতে পারে। ডাচ ইউনিভার্সিটি ও কলেজগুলো একটি সামগ্রিক আবেদনপদ্ধতি ব্যবহার করে।

Education in Netherlands

নেদারল্যান্ডসের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলো হলো—

  • আমস্টারডাম বিশ্ববিদ্যালয় কলেজ
  • ইরাসমাস বিশ্ববিদ্যালয় কলেজ
  • ইউনিভার্সিটি কলেজ ফ্রাইসলান
  • লেইডেন ইউনিভার্সিটি কলেজ দ্য হেগ
  • ইউনিভার্সিটি কলেজ গ্রোনিংজেন
  • ইউনিভার্সিটি কলেজ মাস্ট্রিক্ট

Education in Netherlands

গবেষণা প্রোগ্রামের জন্য শীর্ষ কলেজগুলো হলো—

  • ডেলফ্ট ইউনিভার্সিটি অব টেকনোলজি
  • আইন্দহোভেন ইউনিভার্সিটি অব টেকনোলজি
  • ইরাসমাস ইউনিভার্সিটি রটারডাম
  • লেইডেন বিশ্ববিদ্যালয়
  • মাস্ট্রিচ বিশ্ববিদ্যালয়
  • নায়েনরোড বিজনেস ইউনিভার্সিটি
  • ওপেন ইউনির্ভাসিটি
  • রাদবাউড ইউনিভার্সিটি নিজমেগেন
  • প্রোটেস্ট্যান্ট থিওলজিক্যাল বিশ্ববিদ্যালয়
  • টিআইএএস স্কুল ফর বিজনেস অ্যান্ড সোসাইটি
  • টিলবার্গ বিশ্ববিদ্যালয়।

আরো পড়ুন।

Leave a Comment