The Coal Power Generation Co. BD Ltd. (CPGCBL) has circulated the CPGCBL job circular to fill out its vacancy. This company will recruit 3 people against three categories of posts. Because of better understanding, this job circular is described in Bengali.
CPGCBL Job Circular
বাংলাদেশ সরকারের শতভাগ মালিকানাধীন প্রতিষ্ঠান কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড (সিপিজিসিবিএল) জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই প্রতিষ্ঠানে তিন ক্যাটাগরির পদে চতুর্থ থেকে ষষ্ঠ গ্রেডে তিনজনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ফরম পূরণ করে পাঠাতে হবে।
১. পদের নাম: উপমহাব্যবস্থাপক (কমার্শিয়াল)
পদসংখ্যা: ১
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয়/শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কমার্স, ফিন্যান্স, অ্যাকাউন্টিং অথবা মার্কেটিংয়ে চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি অথবা তিন বছরের সম্মান ডিগ্রিসহ এক বছরের স্নাতকোত্তর ডিগ্রি। সিএমএ বা সিএ ডিগ্রিধারী প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।
সংশ্লিষ্ট ক্ষেত্রে ব্যবস্থাপক (অর্থ/হিসাব/নিরীক্ষা/সমমান) পদে ন্যূনতম চার বছরের কর্ম অভিজ্ঞতা। সহকারী ব্যবস্থাপক (অর্থ/হিসাব/নিরীক্ষা/সমমান) বা তদূর্ধ্ব পদে ন্যূনতম মোট ১২ বছরের কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে বিদ্যুৎ উৎপাদন/সঞ্চালন/বিতরণ ইউটিলিটিতে তিন বছরের কর্ম অভিজ্ঞতা থাকতে হবে।
টিকিউএম, কোম্পানি আইন, ট্যাক্স/ভ্যাট রুলস, স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট ও করপোরেট গভর্ন্যান্সে দক্ষতা থাকতে হবে। শিক্ষাজীবনে কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ/শ্রেণি পাওয়া প্রার্থীদের আবেদন গ্রহণযোগ্য হবে না। গ্রেডিং পদ্ধতিতে পাসের ক্ষেত্রে জিপিএ-৫–এর স্কেলে ন্যূনতম ৩.৫০ এবং সিজিপিএ-৪–এর স্কেলে ন্যূনতম ২.৭৫ থাকতে হবে। অংশগ্রহণমূলক নেতৃত্বের গুণাবলি থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় যোগাযোগদক্ষতাসহ কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে।
বয়স: সর্বোচ্চ ৫০ বছর
মূল বেতন: ১,০৫,০০০ টাকা (গ্রেড–৪)। এ ছাড়া বাড়িভাড়া, প্রতিবছর দুটি উৎসব ভাতা, নববর্ষ ভাতা, যৌথ ভবিষ্য তহবিল, গ্রুপ ইনস্যুরেন্স, অর্জিত ছুটি নগদায়ন, গ্র্যাচুইটি, চিকিৎসা ভাতা দেওয়া হবে।
CPGCBL Job Circular
২. পদের নাম: ব্যবস্থাপক (নিরাপত্তা)
পদসংখ্যা: ১
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয়/শিক্ষাপ্রতিষ্ঠান থেকে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি। অবশ্যই সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন বা তদূর্ধ্ব পর্যায়ের কর্মকর্তা হতে হবে। সশস্ত্র বাহিনীর গোয়েন্দা শাখা/নিরাপত্তা বিভাগে কর্ম অভিজ্ঞতাসম্পন্ন কর্মকর্তারা অগ্রাধিকার পাবেন। চাকরি থেকে অবসর গ্রহণের প্রমাণপত্র (পেনশন বুকের সংশ্লিষ্ট পৃষ্ঠার ফটোকপি/গ্রহণযোগ্য ডকুমেন্ট) দাখিল করতে হবে।
শিক্ষাজীবনে কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ/শ্রেণি পাওয়া প্রার্থীদের আবেদন গ্রহণযোগ্য হবে না। গ্রেডিং পদ্ধতিতে পাসের ক্ষেত্রে জিপিএ-৫–এর স্কেলে ন্যূনতম ৩.৫০ এবং সিজিপিএ-৪–এর স্কেলে ন্যূনতম ২.৭৫ থাকতে হবে। অংশগ্রহণমূলক নেতৃত্বের গুণাবলি থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় যোগাযোগদক্ষতাসহ কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে।
বয়স: সর্বোচ্চ ৪৫ বছর
মূল বেতন: ৯১,০০০ টাকা (গ্রেড-৫)। এ ছাড়া বাড়িভাড়া, প্রতিবছর দুটি উৎসব ভাতা, নববর্ষ ভাতা, যৌথ ভবিষ্য তহবিল, গ্রুপ ইনস্যুরেন্স, অর্জিত ছুটি নগদায়ন, গ্র্যাচুইটি, চিকিৎসা ভাতা দেওয়া হবে।
CPGCBL Job Circular
৩. পদের নাম: উপব্যবস্থাপক (কমার্শিয়াল)
পদসংখ্যা: ১
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয়/শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কমার্স, ফিন্যান্স, অ্যাকাউন্টিং, মার্কেটিং অথবা এমবিএ ডিগ্রি (চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি অথবা তিন বছরের সম্মান ডিগ্রিসহ এক বছরের স্নাতকোত্তর ডিগ্রি)। সিএমএ বা সিএ ডিগ্রিধারীরা অগ্রাধিকার পাবেন। সংশ্লিষ্ট ক্ষেত্রে সহকারী ব্যবস্থাপক/সমমান বা তদূর্ধ্ব পদে ন্যূনতম চার বছরের কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে বিদ্যুৎ উৎপাদন/সঞ্চালন/বিতরণ ইউটিলিটিতে দুই বছরের কর্ম অভিজ্ঞতা থাকতে হবে।
শিক্ষাজীবনে কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ/শ্রেণি পাওয়া প্রার্থীদের আবেদন গ্রহণযোগ্য হবে না। গ্রেডিং পদ্ধতিতে পাসের ক্ষেত্রে জিপিএ-৫–এর স্কেলে ন্যূনতম ৩.৫০ এবং সিজিপিএ-৪–এর স্কেলে ন্যূনতম ২.৭৫ থাকতে হবে। অংশগ্রহণমূলক নেতৃত্বের গুণাবলি থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় যোগাযোগদক্ষতাসহ কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে।
বয়স: সর্বোচ্চ ৩৫ বছর
মূল বেতন: ৭০,০০০ টাকা (গ্রেড-৬)। এ ছাড়া বাড়িভাড়া, প্রতিবছর দুটি উৎসব ভাতা, নববর্ষ ভাতা, যৌথ ভবিষ্য তহবিল, গ্রুপ ইনস্যুরেন্স, অর্জিত ছুটি নগদায়ন, গ্র্যাচুইটি ও চিকিৎসা ভাতা দেওয়া হবে।
চাকরির ধরন: এক বছর শিক্ষানবিশকালসহ তিন বছরের জন্য চুক্তি ভিত্তিতে নিয়োগযোগ্য। পরবর্তী সময়ে সন্তোষজনক কর্মমূল্যায়নের ভিত্তিতে ব্যবস্থাপনা পরিচালক, সিপিজিসিবিএলের অনুমোদনক্রমে চাকরির মেয়াদ ৬০ বছর বয়স পর্যন্ত নবায়নযোগ্য।
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইট (www.cpgcbl.gov.bd) থেকে নির্ধারিত আবেদন ফরম ডাউনলোড করে প্রয়োজনীয় কাগজপত্রসহ পাঠাতে হবে। আবেদন ফরম ও আবেদনপত্র পূরণসংক্রান্ত নিয়ম ও শর্তাবলি একই ওয়েবসাইটে পাওয়া যবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে পাওয়া যাবে।
আবেদন ফি
‘কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (সিপিজিসিবিএল)’ অনুকূলে ১,০০০ টাকার এমআইসিআর ব্যাংক ড্রাফট/পে-অর্ডার করতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: ব্যবস্থাপক (এইচআরএম/অ্যাডমিন) (চলতি দায়িত্ব), সিপিজিসিবিএল, ঢাকা।
আবেদনপত্র পাঠানোর শেষ সময়: ২২ অক্টোবর ২০২৪, বিকেল ৫টা পর্যন্ত