There are very good opportunities for higher education in Singapore with scholarships. So, the Bangladeshi students can avail of these nice opportunities. This country offers various facilities for the foreign students. For your better understanding, this issue is written in Bengali.
Higher Education in Singapore
বিদেশে অনেকে পড়াশোনা করতে চান। বিদেশে পড়াশোনা করার পরিকল্পনাও করেন অনেকে। সিঙ্গাপুর আপনার গন্তব্য তালিকায় থাকতে পারে। কারণ, দেশটির বিশ্ববিদ্যালয়গুলো বৃত্তিসহ নানা সুযোগ-সুবিধা দেয় বিদেশি শিক্ষার্থীদের।
দেশটির ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর (এনইউএস) সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে এশিয়ার শিক্ষার্থীদের স্নাতক বৃত্তি দেয়। টিউশন ফি, জীবনযাত্রার খরচ এবং নবীনদের জন্য ভ্রমণ খরচ মেলে এ বৃত্তি পেলে। আবার নানইয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি (এনটিইউ) রেনেসাঁ ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম স্কলারশিপ এবং এনটিইউ-ইউনিভার্সিটি স্কলারস প্রোগ্রাম স্কলারশিপ প্রদান করে। দুটি বৃত্তিতেই শিক্ষার্থীদের নানা আর্থিক সহায়তা করা হয়। এ বৃত্তিগুলো আন্তর্জাতিক শিক্ষার্থীদের সিঙ্গাপুরে একাডেমিক শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য বিভিন্ন সুযোগ প্রদান নিশ্চিত করে
সিঙ্গাপুরে আরও কিছু বৃত্তি রয়েছে। এগুলোর মধ্য ইউনিভার্সিটি স্পেসিফিক স্কলারশিপ ও ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর স্কলারশিপ অন্যতম। ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর (এনএসইউ) সায়েন্স অ্যান্ড টেকনোলোজি (এসঅ্যান্ডটি) আন্ডারগ্র্যাজুয়েট স্কলারশিপ। এ বৃত্তি স্নাতক শিক্ষার্থীর বৃত্তি প্রদান করা হয়। এশিয়ার দেশগুলোর শিক্ষার্থীদের জন্য এটি একটি মর্যাদাপূর্ণ সুযোগ। এই বৃত্তি পেলে শিক্ষার্থীরা টিউশন ফি, জীবনযাত্রার খরচ এবং ভ্রমণের খরচ পান।
Higher Education in Singapore
আবেদনের যোগ্যতাগুলো
- সিঙ্গাপুরবাসী ছাড়া এশিয়ার দেশগুলোর শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত;
- শক্তিশালী নেতৃত্বের গুণাবলি এবং সম্ভাবনা;
- সহশিক্ষা কার্যক্রম এবং পাঠ্যক্রমবহির্ভূত নানা কর্মকাণ্ডের বিষয়ে আগ্রহ;
- হাইস্কুলে অসামান্য ফলাফল।
বৃত্তির সুবিধা
- টিউশন ফি এবং প্রয়োজনীয় কিছু খরচের জন্য হাতখরচ;
- বছরে ছয় হাজার ডলার সিঙ্গাপুর ডলার জীবনযাপন ভাতা;
- সেটলিং ভাতা ২০০ সিঙ্গাপুর ডলার;
- বাসস্থানের জন্য ভাতা।
Higher Education in Singapore
বৃত্তির জন্য শর্তাবলি
- এনইউএসে আবেদনের জন্য কম্পিউটিং, ইঞ্জিনিয়ারিং বা সায়েন্সের বিষয়গুলোর থাকতে হবে:
- সিঙ্গাপুরের নিবন্ধিত কোম্পানির সঙ্গে ছয় বছরের পোস্টগ্র্যাজুয়েশন বন্ড থাকবে
- ন্যূনতম সিজিপিএ ৩ দশমিক ৫ থাকতে হবে।
- রেনেসাঁ ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম স্কলারশিপ (আরইপিএস)
নানইয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির (এনটিইউ) অর্থায়নের এ স্কলারশিপ প্রোগ্রামটি শিক্ষার্থীদের নানা সুযোগ প্রদান করে। এ বৃত্তি কোনো শিক্ষার্থী পেলে টিউশন ফি, জীবনযাপন ভাতা, বইয়ের জন্য অনুদানসহ নানা সুবিধা পাবেন।
এ বৃত্তিতে যোগ্যতা
- সব দেশের নাগরিক এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন;
- এনটিইউয়ে রেনেসাঁ ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে পূর্ণ সময়ের স্নাতক সম্পন্ন করা শিক্ষার্থী আবেদন করতে পারবেন;
- নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা এবং সহশিক্ষা কার্যক্রমের অভিজ্ঞতা থাকতে হবে।
এ বৃত্তির সুবিধা
- সম্পূর্ণ টিউশন ফি;
- প্রতিবছর ৬ হাজার সিঙ্গাপুর ডলার জীবনযাত্রার ভাতা;
- প্রতিবছর ৫০০ সিঙ্গাপুর ডলার বইয়ের জন্য ভাতা;
- এনটিইউ হোস্টেলের জন্য আবাসন ভাতা।
Higher Education in Singapore
আবেদনের যোগ্যতা
- পূর্ণ সময়ের স্নাতক ডিগ্রি;
- অসামান্য একাডেমিক ফলাফল এবং সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণকারী;
সুবিধাগুলো
- সম্পূর্ণ টিউশন ফি
- প্রতিবছর জীবনযাপনের জন্য আর্থিক ভাতা ছয় হাজার সিঙ্গাপুর ডলার;
- এনটিইউ হোস্টেলে থাকার জন্য আবাসন ভাতা;
- এককালীন কম্পিউটার ভাতা।
** নানইয়াং স্কলারশিপ
এনটিইউর বৃত্তি স্নাতক প্রোগ্রামের শিক্ষার্থীদের জন্য।
আবেদনের যোগ্যতা
- সব দেশের শিক্ষার্থীদের জন্য আবেদন উন্মুক্ত;
- এনটিইউর অধীন পূর্ণ সময়ের স্নাতক ডিগ্রি প্রোগ্রাম সমন্নকারী শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।
- শিক্ষাজীবনে ব্যতিক্রমী ফলাফল বাড়তি যোগ্যতা;
- শিক্ষাজীবনে সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ।
Higher Education in Singapore
বৃত্তির সুবিধা
- সম্পূর্ণ টিউশন ফি;
- প্রতিবছর ৬৫০০ সিঙ্গাপুর ডলার জীবনযাপন ভাতা;
- এনটিইউ হোস্টেলের থাকার জন্য আবাসন ভাতা।
- এককালীন কম্পিউটার ভাতা।
আবেদনের শর্তাবলি
- ন্যূনতম সিজিপিএ ৩ দশমিক ৫ থাকতে হবে;
- সব দেশের নাগরিকেরা আবেদন করতে পারবেন;
- পূর্ণ সময়ের স্নাতক ডিগ্রির সমাপ্তি;
- অসামান্য একাডেমিক যোগ্যতা এবং সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণকারী;
- ন্যূনতম সিজিপিএ ৩ দশমিক ৫
- নেতৃত্বের গুণাবলি।
সুযোগ–সুবিধা
- টিউশন ফি মিলবে;
- প্রতিবছর ৩ হাজার ৬০০ সিঙ্গাপুর ডলার জীবনযাপনের জন্য ভাতা;
- হাস বৃত্তি—
মানবিক, কলা ও সামাজিক বিজ্ঞানের শিক্ষার্থীদের এ বৃত্তি দেওয়া হয়। হাস স্কলারশিপ স্নাতক কোর্স করা শিক্ষার্থীদের জন্য।
Higher Education in Singapore
আবেদনের যোগ্যতা
- সব দেশের নাগরিকেরা আবেদন করতে পারবেন;
- অসামান্য একাডেমিক যোগ্যতা এবং সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ
- শক্তিশালী নেতৃত্বের গুণাবলি
- ন্যূনতম সিজিপিএ ৩ দশমিক ৫
সুবিধা
- টিউশন ফি মিলবে
- বিমান টিকিট
- বছরে ছয় হাজার সিঙ্গাপুর ডলার।
- এনটিইউ সাইন্স অ্যান্ড টেকনোলজি গ্র্যাজুয়েশন স্কলারশিপ
এনটিইউ সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং আন্ডারগ্র্যাজুয়েট স্কলারশিপে সিঙ্গাপুর বাদে এশিয়ার সব দেশের নাগরিকেরা আবেদন করতে পারবেন। সম্পূর্ণ টিউশন ফি মিলবে এ বৃত্তি পেলে। প্রতিবছর ৬০০০ সিঙ্গাপুর ডলার জীবনযাত্রার ভাতা হিসেবে পাবেন শিক্ষার্থীরা। বাসস্থান ভাতাও মিলবে এ বৃত্তি পেলে।
বাংলাদেশি শিক্ষার্থীদের ৫ বৃত্তি নিয়ে বিদেশে পড়ার সুযোগ
বিদেশে উচ্চশিক্ষা অর্জনের স্বপ্ন থাকে অনেকেরই। সে স্বপ্নপূরণে তাঁরা খোঁজ করেন স্কলারশিপ বা বৃত্তির। কিন্তু কীভাবে এ বৃত্তি পাওয়া যাবে বা কোথায় পাওয়া যাবে, অনেকেই তা অনেকেই জানেন না। আবার অনেকে এসব বৃত্তির কথা শুনলেও আবেদন করার প্রক্রিয়া, আবেদন কখন শেষ ঠিকমতো অনেকসময় বুঝতে পারেন না। এ বিষয়ে প্রয়োজনীয় তথ্যও অনেকের কাছে থাকে না। কিন্তু বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বিশ্বের কয়েকটি দেশে দারুণ কিছু বৃত্তি চালু রয়েছে। এ রকম ধরনের ৫টি বৃত্তির বিষয়ে জেনে নিন—
১। ফুলব্রাইট স্কলারশিপ (যুক্তরাষ্ট্র)
যুক্তরাষ্ট্রে পড়াশোনার স্বপ্ন অনেকেই দেখেন। কিন্তু সেখানে বৃত্তি কোথায় পাবেন? যুক্তরাষ্ট্র সরকারের একটি বৃত্তি আপনার জন্য দারুণ সহায়ক হতে পারে। ফুলব্রাইট নামের এ বৃত্তি বাংলাদেশের শিক্ষার্থী ও পেশাজীবীদের মধ্যে বেশ জনপ্রিয়। এটি যুক্তরাষ্ট্র সরকার ও ১৫৫টি দেশের মধ্যে আন্তর্জাতিক বৃত্তি বিনিময় কার্যক্রম। ১৯৪৬ সালের ১ আগস্ট ফুলব্রাইট বৃত্তি কার্যক্রম শুরু হয়। শুরু থেকে এখন পর্যন্ত ৩ লাখ ৪০ হাজার ৮০০ জন ফুলব্রাইট বৃত্তি পেয়েছেন। এর মধ্যে ১ লাখ ৩০ হাজার ৮০০ জন যুক্তরাষ্ট্র থেকে এবং অন্যান্য দেশ থেকে ২ লাখ ১০ হাজার জন এই কার্যক্রমে অংশ নেন। এই কার্যক্রম থেকে প্রতিবছর প্রায় ৮ হাজার জন বৃত্তি পান।
২। ইরাসমাস মুন্ডাস প্রোগ্রাম
ইউরোপে পড়াশোনা করা যাদের স্বপ্ন, তাঁদের জন্য ইরাসমাস মুন্ডাস প্রোগ্রাম বৃত্তি কাজে লাগতে পারে। ইরাসমাস মুন্ডাস ইউরোপে পড়াশোনার জন্য বেশ জনপ্রিয় একটি বৃত্তি কার্যক্রম। ইউরোপীয় ইউনিয়ন এটি চালু করেছে। এর লক্ষ্য উচ্চতর শিক্ষার গুণগত মান বাড়ানো এবং একাডেমিক সহযোগিতার মাধ্যমে জনগণ ও সংস্কৃতির মধ্যে যোগাযোগ এবং বোঝাপড়া উন্নত করা। এটি শিক্ষার্থীদের ইউরোপের অন্তত দুটি দেশে যৌথ মাস্টার্স প্রোগ্রামের জন্য পড়ালেখার সুবিধা দেয়। এই বৃত্তির আওতায় বিভিন্ন ক্ষেত্রে ১৩০টির বেশি মাস্টার্স প্রোগ্রাম রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো কৃষি ও ভেটেরিনারি, প্রকৌশল, উৎপাদন ও নির্মাণ, স্বাস্থ্য ও কল্যাণ, মানবিক ও কলা, বিজ্ঞান, গণিত ও গণনা, সামাজিক বিজ্ঞান, ব্যবসায়, আইন বিষয় ইত্যাদি।
ইউরোপে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য এ বৃত্তি দারুণ সুযোগ। প্রয়োজনীয় তথ্যের ঘাটতির কারণে শিক্ষার্থীরা প্রায়ই এই সুযোগ হাতছাড়া করেন। এ বৃত্তির জন্য আইইএলটিএসে ভালো স্কোর গুরুত্বপূর্ণ।
৩। চেভেনিং স্কলারশিপ (যুক্তরাজ্য)
যুক্তরাজ্যের চেভেনিং স্কলারশিপ আরও একটি সম্মানজনক বৃত্তি কার্যক্রম। যুক্তরাজ্যের ফরেন অ্যান্ড কমনওয়েলথ অফিস (এফসিও) এবং অংশীদার সংগঠনগুলো এটি প্রতিষ্ঠা করে। যুক্তরাজ্য সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৃত্তি প্রোগ্রাম এটি। ১৯৮৩ সালে এই বৃত্তি কার্যক্রম শুরু হয়। এর আওতায় চেভেনিং স্কলারশিপ ও চেভেনিং ফেলোশিপ দেওয়া হয়। যুক্তরাজ্যের দূতাবাস ও হাইকমিশন বৃত্তি নির্ধারণ করে। সবার আগের স্কলারশিপের প্রয়োজনটা অনুধাবন করতে হবে। বিভিন্ন ধরনের স্কলারশিপে আবেদনের পদ্ধতি বিভিন্ন। কিছু স্কলারশিপ একাডেমিক রেজাল্টের ওপর ভিত্তি করে, আর কিছু স্কলারশিপ কার্যক্রমের ওপর ভিত্তি করে দেওয়া হয়। আবার শিক্ষার্থীদের কাজের অভিজ্ঞতা ও নেতৃত্বের সক্ষমতা বিবেচনা করেও স্কলারশিপ দেওয়া হয়। শিক্ষার্থীদের আবেদন প্রক্রিয়ার বিষয়ে ভালো করে জানা দরকার।
৪। কমনওয়েলথ স্কলারশিপ
কমনওয়েলথ স্কলারশিপ এবং ফেলোশিপ কমনওয়েলথভুক্ত দেশের শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য। যুক্তরাজ্যে উচ্চতর শিক্ষা সম্পন্ন শেষে কমনওয়েলথভুক্ত দেশের শিক্ষার্থীরা নিজের দেশে ফিরে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন, সেই লক্ষ্যে এই বৃত্তি দেওয়া হয়। তারা এক বছরের মাস্টার্স বা সমমান কোর্স এবং তিন বা চার বছরমেয়াদি ডক্টরেট ডিগ্রি সম্পন্ন করার সুবিধা দেয়। এই প্যাকেজে আন্তর্জাতিক ভ্রমণ, টিউশন ফি, প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ ও অন্যান্য ভাতা অন্তর্ভুক্ত। এই বৃত্তির অধীনে প্রকৌশল ও প্রযুক্তি, বিজ্ঞান (বিশুদ্ধ ও ফলিত) কৃষি, মানবিক ও সামাজিক বিজ্ঞান বিষয়ে পড়ার সুযোগ রয়েছে। এই স্কলারশিপের জন্য ব্রিটিশ কাউন্সিল ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ওয়েবসাইটে আরও বিস্তারিত জানা যাবে।
৫। অস্ট্রেলিয়ান অ্যাওয়ার্ডস
অস্ট্রেলিয়া সরকার পরিচালিত একটি সম্মানজনক বৃত্তি কার্যক্রম হচ্ছে ‘দ্য অস্ট্রেলিয়ান অ্যাওয়ার্ডস’। দেশটির পররাষ্ট্র বিভাগ, শিক্ষা বিভাগ এবং অস্ট্রেলিয়ান সেন্টার ফর ইন্টারন্যাশনাল এগ্রিকালচারাল রিসার্চ (এসিআইএআর) স্কলারশিপ ও ফেলোশিপসহ একযোগে সরকারের বিভিন্ন উদ্যোগ পরিচালনা করে। অস্ট্রেলিয়ায় পড়াশোনা, গবেষণা এবং পেশাগত উন্নয়ন করতে এবং সমমানের দেশে উচ্চপর্যায়ের সাফল্য অর্জনে অস্ট্রেলিয়ান অ্যাওয়ার্ডস প্রোগ্রাম সহায়তা করে। বৃত্তির আওতায় টিউশন ফি, আকাশপথে ভ্রমণ, প্রতিষ্ঠান ভাতা ও অন্যান্য সুবিধাসহ শিক্ষার্থীকে পাঁচ হাজার ডলার সহায়তা দেওয়া হয়।