The Eastern Refinery Limited has circulated a job circular. This organization will hire 30 apprentices for it. This is a government organization. The head office of this organization is in Chittagong. For the better understanding of the visitor, this job opportunity is described in Bengali.
Job Opportunities in Eastern Refinery Ltd
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীনস্থ বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের অঙ্গ প্রতিষ্ঠান এবং দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত জ্বালানি তেল শোধনাগার ইস্টার্ণ রিফাইনারী লিমিটেড (ইআরএল) জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই প্রতিষ্ঠানে শ্রমিক-কর্মচারী পর্যায়ে ৩০ জন শিক্ষাধীন নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
Job Opportunities in Eastern Refinery Ltd
পদের নাম: শিক্ষাধীন (Apprentice)
পদসংখ্যা: ৩০
আবেদনের যোগ্যতা: এসএসসি (বিজ্ঞান) বা সমমান এবং এইচএসসি (বিজ্ঞান) বা সমমান উভয় পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৫–এর স্কেলে ৩ থাকতে হবে।
বয়স: ১৮ থেকে ২৫ বছর।
প্রশিক্ষণের মেয়াদ: শিক্ষাধীন হিসেবে নির্বাচিত প্রার্থীদের দুই বছর মেয়াদি বাস্তব কাজে পালায় বা সাধারণ পালায় প্রশিক্ষণে নিয়োজিত থাকবেন। প্রশিক্ষণের মেয়াদ প্রয়োজনবোধে ৬ মাস বৃদ্ধি করা যেতে পারে।
আবেদনের সর্বশেষ তারিখ: ৫ নভেম্বর, ২০২৪, সন্ধ্যা ৬:০০ টা
Job Opportunities in Eastern Refinery Ltd
বেতন–ভাতা: ভাতা হিসেবে প্রথম বছর ১৬,৫০০ টাকা, দ্বিতীয় বছর ১৭,৩০০ টাকা [মাসিক সাকল্যে] প্রাপ্য হবেন। সন্তোষজনকভাবে শিক্ষাধীন হিসেবে বাস্তব অভিজ্ঞতা ও দক্ষতাসম্পন্ন প্রার্থীদের যাবতীয় ভেরিফিকেশন ও প্রচলিত নিয়োগ নীতিমালা অনুসরণে ভবিষ্যতে কোম্পানিতে সংশ্লিষ্ট পদে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। নিয়োগের ক্ষেত্রে বেতন স্কেল হবে ১১,০০০-২৬,৫৯০ টাকা।
Job Opportunities in Eastern Refinery Ltd
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে। অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ নম্বরে কল অথবা এ ই-মেইলে যোগাযোগ করা যাবে। মেইল/মেসেজের সাবজেক্টে প্রতিষ্ঠান ও পদের নাম এবং ইউজার আইডি ও যোগাযোগের নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে।
বিমান বাংলাদেশ এয়ারলাইনস এ নিয়োগ
বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেড সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
পদের নাম: সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট
বেতন স্কেল ১২,৫০০-৩০,২৩০ টাকা
পদসংখ্যা: ৫
আবেদনের যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক পাস, কমপক্ষে সিজিপিএ ২.৮ (৪–এর মধ্যে) থাকতে হবে। এসএসসি ও এইচএসসি পরীক্ষায় প্রতিটিতে কমপক্ষে জিপিএ ৩.০ (৫–এর মধ্যে) অথবা ডিপ্লোমা ডিগ্রিধারীদের ক্ষেত্রে ২.৮ (৪–এর মধ্যে) থাকতে হবে। ‘ও’ লেভেলে গড়ে যেকোনো ৫টি বিষয়ে এবং ‘এ’ লেভেলে গড়ে যেকোনো ২টি বিষয়ে ন্যূনতম ‘ডি’ গ্রেড থাকতে হবে। অথবা স্নাতক পাস হতে হবে। শিক্ষাজীবনে কমপক্ষে একটি পরীক্ষায় প্রথম শ্রেণি বা বিভাগ থাকতে হবে, কোনো তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়। স্নাতক ডিগ্রি ও পরিচ্ছন্ন সার্ভিস রেকর্ডধারী সশস্ত্র বাহিনী থেকে অবসরপ্রাপ্ত এনসিও/জেসিওদের অগ্রাধিকার দেওয়া হবে। সাবলীলভাবে বাংলা এবং ইংরেজি বলা ও লেখার দক্ষতা থাকতে হবে।
উচ্চতা
পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে ৫ ফুট ৬ ইঞ্চি এবং নারী প্রার্থীদের ক্ষেত্রে ৫ ফুট ৪ ইঞ্চি থাকতে হবে।
বয়স
৩০ সেপ্টেম্বর তারিখে সর্বোচ্চ ৩০ বছর বয়স। মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর বয়স। অবসরপ্রাপ্ত এনসিও/জেসিও প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর।
যেভাবে আবেদন
পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীরা এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ২৯ অক্টোবর, ২০২৪।
আবেদন ফি
আবেদন করার ৭২ ঘণ্টার মধ্যে ফি বাবদ ৩৩৫ টাকা জমা দিতে হবে।
৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি সংক্রান্ত আপডেট
সরকারি কর্ম কমিশন (পিএসসি) বলছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সঙ্গে তাদের কথা হচ্ছে। ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি যথাসময়েই হবে। তবে পদের সংখ্যা কত, তা পিএসসি জানতে পারেনি। তবে পদ শিগগিরই নির্ধারিত হবে বলে জানিয়েছে পিএসসির ক্যাডার শাখা। সেখান থেকেই এসব তথ্য জানা গেছে।
পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আনন্দ কুমার বিশ্বাস বলেন, ‘আমরা বিষয়টি নিয়ে কাজ করছি। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সঙ্গে নিয়মিত ৪৭তম বিসিএস নিয়ে কথা হচ্ছে। তারা শিগগিরই পদ পাঠাবে বলে জানিয়েছে।’
আনন্দ কুমার বিশ্বাস প্রথম আলোকে বলেন, ‘আমাদের যে সময় আছে মানে যে সময়ে আমরা নিয়মিত বিজ্ঞপ্তি প্রকাশ করি, সেই সময়েই ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে।’
৪৭তম বিসিএস নিয়ে মহাপরিকল্পনা পিএসসির
সবকিছু ঠিক থাকলে এ বছরের শেষ দিকে নতুন যে বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, সেটি হবে ৪৭তম বিসিএস। এ বিসিএস ঘিরে কর্মযজ্ঞ চালিয়ে যাচ্ছে সরকারি কর্ম কমিশন (পিএসসি) ও জনপ্রশাসন মন্ত্রণালয়। বিজ্ঞপ্তি থেকে শুরু করে কীভাবে ৪৭তম বিসিএস এগিয়ে নেওয়া যায়, তা নিয়ে কর্মপরিকল্পনাও ঠিক করা শুরু করেছে পিএসসি।
পিএসসি সূত্র জানায়, ৪৭তম বিসিএসের প্রস্তুতি পুরোদমে শুরু হয়ে গেছে। পিএসসি চেয়ারম্যান পিএসসির এক সদস্যকে ৪৭তম বিসিএসের সার্বিক বিষয় দেখার দায়িত্ব দিয়ে অফিস আদেশ জারি করেছেন। এ বিসিএসের সার্বিক দায়িত্বে থাকবেন অধ্যাপক দেলোয়ার হোসেন।
পিএসসির এক দায়িত্বপ্রাপ্ত উচ্চপর্যায়ের কর্মকর্তা প্রথম আলোকে বলেন, অধ্যাপক দেলোয়ার হোসেনকে ৪৭তম বিসিএসের দায়িত্ব দেওয়া হয়েছে। নিয়ম অনুসারে প্রতিটি বিসিএসের সার্বিক বিষয় একজন সদস্য সমন্বয় করেন। এবার অধ্যাপক দেলোয়ার হোসেনকে আগেভাগেই ৪৭তম বিসিএসের দায়িত্ব দেওয়া হলো, যাতে তিনি সবকিছু গুছিয়ে করতে পারেন। ওই কর্মকর্তা বলেন, পিএসসি চাইছে ৪৭তম বিসিএস হবে এমন একটি বিসিএস, যার সবকিছু আগে থেকেই ক্যালেন্ডার মেনে করা হবে। অর্থাৎ বিজ্ঞপ্তি কখন হবে, প্রিলিমিনারি পরীক্ষা কখন হবে, লিখিত বা ভাইভা কোন সময় নেওয়া হবে—সবকিছুই নিয়ম মেনে নির্ধারিত থাকবে। সময় কমিয়ে আনার যে মহাপরিকল্পনা পিএসসির, সেটি শতভাগ প্রয়োগ হবে ৪৭তম বিসিএসে। এ জন্য সদস্যকে দায়িত্ব দেওয়ার মাধ্যমে তাঁকে আগে থেকেই পরিকল্পনা ঠিক করার তাগিদও দেওয়া হয়েছে।
এদিকে গত বছরের ৩০ নভেম্বর ৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল পিএসসি। এ বছরের ৯ মে ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশিত হয়। এতে উত্তীর্ণ হন ১০ হাজার ৬৩৮ প্রার্থী। ৪৬তম বিসিএসের প্রিলিমিনারিতে ২ লাখ ৫৪ হাজার ৫৬১ প্রার্থী অংশ নিয়েছেন। পরীক্ষা দেননি ৮৩ হাজার ৪২৫ জন। উপস্থিতির হার ৭৫। এ বিসিএসে ৩ হাজার ১৪০টি পদের মধ্যে সবচেয়ে বেশি নেওয়া হবে স্বাস্থ্য ক্যাডারে। এ ছাড়া সহকারী সার্জন ১ হাজার ৬৮২ ও সহকারী ডেন্টাল সার্জন ১৬ জন নেওয়া হবে। এরপর সবচেয়ে বেশি নেওয়া হবে শিক্ষা ক্যাডারে। বিভিন্ন বিষয়ে এ ক্যাডার থেকে বিসিএস শিক্ষায় ৫২০ জন নেওয়া হবে।